স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার হাজি জোনারুল ইসলাম জোয়ার্দ্দার ইন্তেকাল করেছেন (ইন্না……….রাজেউন)। গতরাত ৮টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ মঙ্গলবার দুপুর ২টায় চুয়াডাঙ্গার দিগড়ি স্কুলমাঠে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হবে।
জানা গেছে, চুয়াডাঙ্গা ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার মরহুম হাজি আলফাজ উদ্দীন জোয়ার্দ্দারের ছেলে বিশিষ্ট ভূষিমাল ও চাতাল ব্যবসায়ী হাজি জোনারুল ইসলাম জোয়ার্দ্দার (বড় মিয়া) সম্প্রতি মস্তিস্কে রক্তক্ষরণ রোগে আক্রান্ত হন। তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতরাত ৮টার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। দু ছেলে এক মেয়ে ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
পরিবারের সদস্যরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামানায় সকলের নিকট দোয়া চেয়ে নামাজে জানাজায় শরিক হওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি নবগঙ্গা সমবায় সমিতির সাবেক কোষাধ্যক্ষ।