জীবননগর মাধবপুর মাদরাসায় অর্থ বাণিজ্য করতে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেয়ার পাঁয়তারার অভিযোগ

স্টাফ রিপোর্টার: কেবলমাত্র নিজেদের পকেট ভারি করতে জীবননগর উপজেলার মাধপুর ইসলামিয়া দাখিল মাদরাসায় অতিরিক্ত একজন শিক্ষক নিয়োগের পাঁয়তারা করা হয়েছে। মাদরাসার স্টাফিং প্যাটার্ন অনুযায়ী ১৮ জন শিক্ষক থাকলেও একটি চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিতে আজ মঙ্গলবার কৃষি শিক্ষক পদে রাণী খাতুন নামে একজনকে নিয়োগ দেয়ার পাঁয়তারা করা হবে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের নেতৃত্বে নিয়োগ বোর্ড গঠন করা হয়েছে।

অভিযোগে জানা যায়, মাদরাসার স্টাফিং প্যাটার্ন অনুযায়ী মাধপুর ইসলামিয়া দাখিল মাদরাসায় ১৮ জন শিক্ষক প্রয়োজন। সেই অনুযায়ী ১৮ জন শিক্ষকই রয়েছেন। এ অবস্থায় স্কুল ম্যানেজিং কমিটি ৭ লাখ টাকা অর্থবাণিজ্য করতে অবৈধভাবে কৃষি শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। সেই লক্ষ্যে আজ নিয়োগ পরীক্ষা আহ্বান করা হয়েছে। এ নিয়োগ পরীক্ষার মাধ্যমে উপজেলার পুরন্দুরপুর গ্রামের আহসান হাবীবের স্ত্রী রাণী খাতুনকে আজ কৃষি শিক্ষক পদে নিয়োগ দেয়া হবে। এদিকে একটি সূত্র জানিয়েছে, রাণী খাতুনকে এ পদে নিয়োগ দেয়া হলেও মাদরাসার চাকরি বিধি মোতাবেক তার চাকরি বৈধ হবে না। যা ম্যানেজিং কমিটিও জানে। কিন্তু তারপরও তারা কেবলমাত্র অর্থবাণিজ্য করতে এ নিয়োগ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।