চিৎলায় মতবিনিময়কালে মাদকমুক্ত ইউনিয়ন গড়া ও বাল্যবিয়ে বন্ধে সকল ধরনের পদক্ষেপের আহ্বান

ভালাইপুর প্রতিনিধি: চিৎলা ইউনিয়ন পরিষদ হলরুমে নারী নির্যাতন দমন ও প্রতিরোধ এবং ইউনিয়ন আইনশৃঙ্খলা মিটিং গতকাল সকাল ১০টার দিকে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকামুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হবে এবং বাল্যবিয়ে যেকোনো মূল্যে বন্ধ করতে হবে। অপ্রাপ্ত বয়সের মেয়ের যেন সর্বনাশা পরিণতির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক আমির হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রশীদ মাসুম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আহসানুর রহমান, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক টুকু, ইউপি সদস্য ইন্তাদুল হক, রবিউল হক, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান, সুফিয়া কামাল সদস্য মিতা খাতুন, রতনা খাতুন প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য চির কুমার শাহা কনক।