ইন্দোনেশিয়ায় মৃত্যুদণ্ডের মুখে দু অস্ট্রেলীয়

মাথাভাঙ্গা মনিটর: মাদক চোরাচালানের সাথে জড়িত দু অস্ট্রেলীয় নাগরিকের মৃত্যু দণ্ডাদেশ স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছেন ইন্দোনেশিয়ার একটি আদালত। এই দু মাদক চোরাচালানকারী ২০০৫ সালে হেরোইন চোরাচালান করতে গিয়ে ধরা পড়েন। বালি নাইন নামের চোরাচালান চক্রের এ দু সদস্য ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার দিন গুনছেন। এ দুজনকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছিলো অস্ট্রেলিয়া। তবে প্রেসিডেন্ট জোকো উইদোদো তা নাকচ করে দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ দু অস্ট্রেলীয় নাগরিকের আইনজীবী আদালতে অভিযোগ করে বলেছিলেন যে প্রেসিডেন্ট তার দু মক্কেলের মৃত্যু দণ্ডাদেশের ব্যাপারে ক্ষমার আবেদন সহানুভূতি নিয়ে বিবেচনা করেননি প্রেসিডেন্ট উইদোদো। জবাবে আদালত জানিয়ে দেন যে প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা আবেদন গৃহীত না হলে ইন্দোনেশীয় আইন অনুযায়ী তা নিয়ে কোনো আদালতের শরণাপন্ন হওয়ার সুযোগ নেই।

অস্ট্রেলিয়া তার দু নাগরিককে মুক্তি দিতে দেশটির রাষ্ট্রপতির কাছে বারবার আহ্বান জানালেও তাতে কর্ণপাত করেননি উইদোদো। এদেরকে মুক্ত করতে শেষমেশ বন্দী বিনিময়ের প্রস্তাব দেয়া হলেও তা আমলে নেয়নি ইন্দোনেশিয়া।

২০১৪ সালের অক্টোবরে ক্ষমতা নেয়ার পর থেকে প্রেসিডেন্ট জোকো উইদোদো মাদক চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি জানিয়ে দেন, মাদকের সাথে যুক্ত কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।