আপিল বিভাগের কার্যতালিকায় সালাউদ্দীন কাদের-মুজাহিদ

স্টাফ রিপোর্টার: আপিল বিভাগের কার্যতালিকায় এসেছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন কাদের চৌধুরীর আবেদন। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকায় এ দুজনের মামলা রয়েছে। গতকাল সোমবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চের কার্যতালিকায় রাখা হয়েছে এ দুটি আপিল। এ বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। দু মামলাতেই প্রধান আইনজীবী হিসাবে রয়েছেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Leave a comment