মেহেরপুরে ঝড়ে উড়ে গেছে স্কুলের টিন

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের খন্দকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে টিন উড়ে গেছে। ভেঙে গেছে ওই এলাকার বেশ কিছু গাছ-পালা। এতে আম-লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। জরুরি ভিত্তিতে মেরামত না হলে খন্দকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা প্রদানে বিঘ্ন ঘটবে।

গত শনিবার বিকেলে উত্তর-পশ্চিম কোণে কালো মেঘ জমতে থাকে। সন্ধ্যার আগে মাত্র কয়েক মিনিটের কালবোশেখি ঝড়ের পরপরই শুরু হয় বৃষ্টি। উড়ে যায় খন্দকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মতো জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ঘর-বাড়ির টিন। ভেঙে পড়ে গাছের ডাল। শিলাবৃষ্টির কারণে আম-লিচুর ব্যাপক ক্ষতি হয়। তবে যে এলাকায় শিল পড়েনি সেই এলাকায় মানুষ বলেছে এ বৃষ্টি আম-লিচুর জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াচ্ছে। এদিকে ঝড়-বৃষ্টির কারণে অন্ধকার নেমে আসে জেলাজুড়ে। ওই রাতে শহরবাসী বিদ্যুত পেলেও অন্ধকারে নিমজ্জিত ছিলো গ্রামগঞ্জের মানুষ। গতকাল রোববার বিকেলের দিকে পল্লী বিদ্যুতের মুখ দেখতে পায় জেলাবাসী। ঝড় আর সাথে শিলের কারণে আম-লিচুর ব্যাপক ক্ষতি হলেও বৃষ্টির কারণে স্বস্তি এসেছে জনজীবনে।