গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার তেরাইল গ্রামের জিয়াউর রহমান (২৮) নামের এক ব্যক্তিকে দু বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে বামন্দী প্রধান সড়ক থেকে তাকে গ্রেফতার করেন পীরতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা। জিয়াউর রহমান তেরাইল গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে। সে মাদকব্যবসায়ী ও মাদকসেবী বলে জানায় পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে বামন্দীর পাশে প্রধান সড়কে গাড়ি চেকিং করছিলেন। এ সময় জিয়াকে দু বোতল ফেনসিডিল ও তার ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। ফেনসিডিল নিয়ে সে বামন্দীর দিকে আসছিলো। তার নামে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হবে।