মুজিবনগর মহাজনপুর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন

মেহেরপুরের মুজিবনগর উপজেলা মহাজনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গত ১৮ মার্চ মহাজনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, পরবর্তীতে ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় যুবলীগ কর্মীদের ইচ্ছা প্রতিফলন ঘটাতে জেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদর থানা যুবলীগের নেতৃবৃন্দের আলোচনার মাধ্যমে ওই ইউনিয়ন যুবলীগের কমিটিতে মফিজুর রহমান মজনুকে সভাপতি ও মঈনুদ্দীন ময়নাকে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল আওয়ামী যুবলীগ মুজিবনগর উপজেলা শাখার সহসভাপতি মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হয়। -প্রেসবিজ্ঞপ্তি।