মাথাভাঙ্গা মনিটর: নিজের ব্যক্তিগত শতাধিক বিলাসবহুল গাড়িবহর রাখার জন্য লন্ডনে ছয় তলা কারপার্ক নির্মাণ করতে যাচ্ছেন দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। ছয় তলা ওই ভবনে ধনকুবের আমিরের ১১৪টি বিলাসবহুল গাড়ির পাশাপাশি, কর্মচারী ও শোফারদের জন্য পাঁচ তারকা হোটেল সমমানের সুবিধা থাকবে। খবরে বলা হয়েছে, এ কারপার্ক ভবনটি নির্মাণ করা হবে লন্ডনের বাত্তেরসিয়া হেলিপোর্টের পাশে, যাতে শেখ মোহাম্মদ প্রয়োজনে উড়াল দিতে পারেন। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের এ নতুন স্থাপনা তিনি ছাড়াও তার ২৩ সন্তানও ব্যবহার করবেন। তবে নির্মাণাধীন ভবনটির আশেপাশে বসবাসকারীরা এটি নিয়ে উদ্বিগ্ন। কেননা, প্রতিদিন প্রায় ১২০টি গাড়ি এখানে আসবে ও এখান থেকে ছেড়ে যাবে। ফলে গাড়ির শব্দে টেকা দায় হয়ে উঠবে।