খবর: (গাংনীতে ছাত্রদল নেতা হাসের হত্যার আসামিরা এখনও গ্রেফতার হয়নি)
মানুষ মেরে কেউ কি সুখি হয়
টেনশনে তার সারা জীবন কাটে
লেগেই থাকে পুলিশ পুলিশ ভয়
ঘুমোতে হয় নদীর চরে মাঠে।
কিংবা সবাই জেলের ঘানি টানে
শরীর থেকে বেরোয় শুধু ঘাম
জেল খাটারা মজার ঠেলা জানে
মাঝে মাঝে ভোলে বাপের নাম।
তবে কেন খুন-খারাবি খুন
কেন এমন রক্ত নিয়ে খেলা
কাঁচা বাঁশে তাই লেগেছে ঘুণ
কে লাগালো নেতার চেলা-পেলা!
– আহাদ আলী মোল্লা