ঈশ্বর কণার খোঁজে ফের লার্জ হ্যাড্রন কোলাইডার

 

মাথাভাঙ্গা মনিটর: ঈশ্বর কণা নামে পরিচিত হিগস বোসন কণার খোঁজে দু বছর ধরে মেরামতের পর আবার চালু করা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ কণা ত্বরক যন্ত্র লার্জ হ্যাড্রন কোলাইডার। তবে চালু করা হলেও উচ্চগতির প্রোটন কণার সংঘর্ষ ঘটাতে এর আরো এক মাস সময় লাগবে। দৈত্যাকার এ যন্ত্রে পরমাণুর ভেতরের কণাগুলোকে প্রায় আলোর সমান গতিতে ছুটিয়ে সংঘর্ষ ঘটানো হয়। ২০০৭ সালের ১০ সেপ্টেম্বর প্রথমবারের মতো পুরো এলএইচসি-তে প্রোটন কণা চালনা করা হয়। এসময় যন্ত্রটির তাপমাত্রা ১.৯ কেলভিনে (২৭১.২৫° সেলসিয়াস) নামিয়ে আনা হয়। এর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রথম উচ্চশক্তির সংঘর্ষ ঘটানো হয় ২১ অক্টোবর। সার্নের ডিরেক্টর জেনারেল রলফ হিউয়ার এলএইচসি চালু করার পর এর সাথে যুক্ত প্রকৌশলীদের অভিনন্দন জানান। দু বছর ধরে সংস্কার কাজ চালানোর পর এলএইচসি তার কাজের জন্য প্রস্তুত বলেও তিনি জানান।

Leave a comment