ইয়েমেনে বিমান হামলা বন্ধের আবেদন রাশিয়া ও রেড ক্রসের

মাথাভাঙ্গা মনিটর: জরুরি মানবিক ত্রাণ সহায়তা সরবরাহ ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার সুযোগ দেয়ার জন্য ইয়েমেনে সামরিক তৎপরতা বন্ধ রাখার আবেদন জানিয়েছে রাশিয়া ও রেড ক্রস। সৌদি আরবের নেতৃত্বে টানা ১১ দিন ধরে বিমান হামলা চলার পর শনিবার এ আবেদন জানিয়েছে পক্ষ দুটো। জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনে গত দু সপ্তায় ৫০০ জনেরও বেশি মানুষ নিহত ও প্রায় ১ হাজার ৭শ আহত হয়েছেন। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডনের বাসিন্দারা জানিয়েছেন, দু দিন ধরে শহরটির কয়েকটি অংশে পানি ও বিদ্যুত নেই। ইয়েমেন থেকে বিদেশি বেসামরিক নাগরিক ও কূটনীতিকদের সরিয়ে নেয়ার ও কোনো বিঘ্ন ছাড়াই দেশটিতে দ্রুত মানবিক ত্রাণ পৌঁছনোর সুযোগ দেয়ার দাবিতে বিমান হামলা বন্ধে জোর দিয়ে জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব বিতরণ করেছে রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রস্তাবটি বিবেচনা করছে। তবে প্রস্তাবটি বিবেচনার জন্য সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন নিরাপত্তা পরিষদের সভাপতি দিনা কাওয়ার। কাওয়ার জাতিসংঘে নিযুক্ত জর্দানের রাষ্ট্রদূত। অপরদিকে এক বিবৃতিতে দেশটিতে জীবন রক্ষাকারী চিকিৎসা ত্রাণ সরবরাহ নিবিঘ্ন করতে তাৎক্ষণিকভাবে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি)।