ইউরোপজুড়ে অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযান : আতঙ্কে প্রবাসীরা

মাথাভাঙ্গা মনিটর: ইউরোপজুড়ে অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযান চলছে। অপারেশন Amber Light নামের এ অভিযানে প্রবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন শহরেও পড়েছে এর প্রভাব।

ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলভুক্ত দেশগুলো প্রাথমিকভাবে দুই সপ্তাহের জন্য এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। অবৈধভাবে বসবাসকারীদের গ্রেফতার এবং শাস্তি দেয়াই এ অভিযানের মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই সমগ্র ইউরোপ জুড়ে ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অভিযান  Amber Light নামের নতুন এ অপারেশনে নামে ইউরোপিয়ান ইউনিয়ন। যার মূল উদ্দেশ্য ইউরোপে সেনজেন ভিসা নিয়ে বৈধভাবে প্রবেশ করে অবৈধভাবে থেকে যাওয়াদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা। অবৈধ অভিবাসন ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন অনেক দিন থেকে একটি স্মার্ট বডার তৈরির পরিকল্পনা করে আসছে। পরবর্তীতে অবৈধ অভিবাসন ঠেকানো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এ সর্ম্পকে সঠিক তথ্য না জানার কারণে ইউরোপের বিশেষ করে স্পেন, ইতালি, পর্তুগাল ও ফ্রান্সজুড়ে বাংলাদেশিদের কমিউনিটির মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকেই বৈধ কাগজ-পত্র না থাকায় বাসা-বাড়ি থেকে বের হচ্ছেন না। তবে ইমিগ্রেশন ও মানবাধিকার কর্মীরা বলেছেন, ইউরোপে অবৈধ অভিবাসীদের নিয়মিতই ধর-পাকড় অব্যাহত থাকে। এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই।

এ অভিযান ইউরোপের বিভিন্ন দেশের লোকাল এয়ারপোর্টসহ বিভিন্ন বর্ডার এলাকায় চলবে বলে জানা গেছে। তবে আশার কথা হলো এ অপারেশনে ইউরোপীয় ইউনিয়নের আইন মেনে কোনো অবৈধ অভিবাসীকে ধরে জোরপূর্বক দেশে পাঠানো হবে না। বিমান, নৌ ও স্থল বন্দরসহ, ট্রেন, বাস স্টেশন ও মহাসড়কগুলো এ অভিযানের আওতাভুক্ত থাকবে। এ সময় অবৈধ বাংলাদেশিদের একটু বাড়তি সতর্কতাসহ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকারও পরামর্শ দিয়েছেন সচেতন প্রবাসীরা।

উল্লেখ্য, গত বছরের ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সম্পূর্ণ ইউরোপজুড়ে Operation Mos Maiorum নামে একটি অভিযান চালানো হয়েছিলো। যার প্রধান লক্ষ্য ছিলো, কীভাবে ইউরোপে অবৈধ অভিবাসীরা প্রবেশ করছে তথা অনুপ্রবেশ পয়েন্ট শনাক্ত করা এবং কে বা কারা এদের সাহায্য করছে? পাচারকারীদের নেটওয়ার্ক সম্পর্কে পরিপূর্ণ ধারণা ও তাদের গ্রেফতার করাই সে অপারেশনের মূল উদ্দেশ্য ছিলো।