আলমডাঙ্গা ব্যুরো: মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আলমডাঙ্গা উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সানোয়ার হোসেন লাড্ডুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু গতপরশু শনিবার মাগরিবের নামাজের পর গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা শহরে যাচ্ছিলেন। এ সময় নিজ গ্রামের মধ্যেই রাস্তায় পিছলে মোটরসাইকেলসহ পড়ে যান। এতে তার হাতে মাথায় চোট লাগে। তাকে উদ্ধার করে দ্রুত হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাতেই তাকে রাজশাহী নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১২টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে বলে তার পরিবার জানিয়েছে।