আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার দুর্লভপুর ক্যাম্প পুলিশের কাছে পোলতাডাঙ্গার নেশাখোর জসিমকে তুলে দিয়েছেন তার পরিবারের লোকজন। গতকাল রোববার দুপুরে জসিমকে বাড়ি থেকে আটক করে আলমডাঙ্গা থানায় দেয়া হয়।
জানা গেছে, পোলতাডাঙ্গা গ্রামের মৃত গোপাল বিশ্বাসের ছেলে জসিম (৩৫) দীর্ঘদিন ধরে নেশা করে আসছে। নেশা করে এসে প্রায়ই বাড়িরে পরিবারের লোকজনকে মারধর করে। তার অত্যাচার সহ্য করতে না পেরে পরিবারের লোকজন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের নিকট অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার আলমডাঙ্গা থানায় জসিমকে আটকের জন্য বলেন। পরে দুর্লভপুর ক্যাম্পের আইসি সাজ্জাত হোসেন জসিমকে আটক করে থানায় দেন।