আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ রেলজগন্নাথপুর গ্রামে অভিযান চালিয়ে মারামারি মামলার আসামি মিনারুলকে গ্রেফতার করেছে। গতকাল রোববার বিকেলে মিনারুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নেয়া হয়।
জানা গেছে, রেলজগন্নাথপুর গ্রামের মক্কর আলীর ছেলে মিনারুল (৩০) পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের মৃত অমূল্যের ছেলে আলমকে মারধর করলে আলম থানায় গিয়ে কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল বিকেলে আলমডাঙ্গা থানা পুলিশ রেলজগন্নাথপুর গ্রামে অভিযান চালিয়ে মিনারুলকে গ্রেফতার করে। আজ সোমবার তাকে আদালতে প্রেরণ করা হতে পারে।