আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ডাউকি গ্রামের প্রবাস ফেরত রুহুল আমিনের বিরুদ্ধে মাতৃহীন হতদরিদ্র পরিবারের কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে আটকে কয়েক দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করা হয়েছে।
লিখিত এজাহারসূত্রে জানা গেছে, ডাউকি গ্রামের ওহিদুল ইসলামের ছেলে রুহুল আমিন গত দু মাস পূর্বে বিদেশ থেকে দেশে আসে। দেশে আসার পর থেকেই রুহুল আমিন প্রতিবেশী হতদরিদ্র শরিফুল ইসলাম টুটুলের মাতৃহীন কিশোরী মেয়ে শারমিন খাতুনকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলো। শারমিন তার প্রস্তাবে সাড়া না দেয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বাড়িতে ডেকে নিয়ে গত ১৫ মার্চ আটকে রেখে কয়েক দিন ধরে ধর্ষণ করে। গত ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে তাকে বিয়ে করে ঘরে তুলে নেয়ার প্রলোভন দেখিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। পরে আর বিয়ে করতে রাজি হয়নি। বরং বিয়ের কথা বললে নানাভাবে হুমকি দিচ্ছে।