গাংনী ও মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবীর জেল

গাংনী প্রতিনিধি: গাঁজা সেবন ও বিক্রির অপরাধে মেহেরপুর ও গাংনী থানা পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া ছয়জনকে ছয় মাস করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমিনুল ইসলামের দুটি পৃথক ভ্রাম্যমাণ আদালত ওই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- গাঁজাসেবী গাংনী মহিলা মাজেদুল ইসলাম রিমন (১৯), খাসমহলের জালালুদ্দীন (৪০), কাজীপুরের সোহেল রানা (২৬), শৈলমারীর জালাল উদ্দীন (৫৫), আমঝুপির জুয়েল রানা (২৫) ও মেহেরপুর শহরেরর শিশুবাগানপাড়ার সামিদুর রহমান (২২)। আদালতের নির্দেশে তাদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পুলিশের অভিযানে গাঁজাসহ ছয় জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে দোষী সাব্যস্ত করে প্রত্যেকে ছয় মাসের জেল দেন।