৫৭৬ বোতল ফেনসিডিলসহ তিন পাচারকারী গ্রেফতার

জীবননগর থেকে ফরিদপুরে পাচারের পথে মহেশপুরে ট্রাক তল্লাশি

 

ঝিনাইদহ/মহেশপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর থেকে মিষ্টিকুমড়োভর্তি মিনি ট্রাকযোগে ফেনসিডিল পাচারের সময় হাতেনাতে ধরা পড়েছে তিন পাচারকারী। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ ট্রাক তল্লাশি করে ৫৭৬ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করে।

আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা জীবননগরের মনোহরপুরের জাফর আলীর ছেলে নূর আলম (২৫), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের হালিম মোল্লার ছেলে সুজন (২০) ও সারো জাহানের ছেলে আমজাদ হোসেন (৩২)।

মহেশপুর থানার ওসি লিয়াকত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে মহেশপুর উপজেলার কালীগঞ্জ-জীবননগর সড়কের বার-মাস ব্রিজের অদূরে পুলিশি অভিযান চালানো হয়। এ সময় জীবননগর থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি মিনি ট্রাক (ট্রাকের রেজিস্ট্রশন নম্বরটিও সন্দেহজনক) গতিরোধ করা হয়। এ সময় মিষ্টিকুমড়ো বোঝাই ট্রাক থেকে ৫৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। ৩ মাদকব্যবসায়ীকে ট্রাকসহ আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।