চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ভারত বাংলাদেশ সীমান্তে গতকাল শুক্রবার সকাল পৌনে ৯টায় বিজিবি-বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান শুক্রবার বেলা পৌনে ২টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুর বিজিবি ক্যাম্পের আওতায় প্রধান পিলার ৭৮/৭’র কাছে শূন্যরেখায় নাস্তিপুর নদীর পাড়ে দু দেশের সীমান্তরক্ষীবাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে সুলতানপুর বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার নাসির উদ্দিন ও ভারতের বিএসফ’র পক্ষে ১১৩-বিএসএফ ব্যাটালিয়নের হালদারপাড়া ক্যাম্প কমান্ডার এসআই টিপি মিশ্র উপস্থিত ছিলেন।

পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সু-সম্পর্ক বজায় রাখা, তারকাঁটা বেঁড়া না কাটা, ভারত হতে কোনো মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোনো বাংলাদেশি অথবা ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার যেন না করতে পারে সে সব বিষয়ে আলোচনা করা হয়।