বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের দল ঘোষণা

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ফরম্যাটের জন্য পৃথক অধিনায়ক রাখা হয়েছে। সফরে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই দলে ফিরেছেন সাঈদ আজমল। আর বাদ পড়েছেন উমর আকমল।

এছাড়া আহমেদ শেহজাদ ওয়ানডে এবং টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন। আর ইউনুস খানকে একদিনের ম্যাচে বিশ্রাম দেয়া হযেছে। তবে টেস্ট ম্যাচের জন্য দলে রাখা হয়েছে তাকে। এছাড়া ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার মোহাম্মাদ ইরফান। তবে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া জুনায়েদ খান দলে ফিরেছেন। তাকে রাখা হয়েছে টেস্ট এবং টি-টোয়েন্টিতে। ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মাদ হাফিজও ফিরেছেন দলে।

ওয়ানডে স্কোয়াড: সরফরাজ, হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, আজহার আলী খান (অধিনায়ক), মোহাম্মাদ রেজওয়ান, হারিস সোহায়েল, শোয়েব মাকসুদ, সামি আসলাম, সাঈদ আজমল, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, এহসান আদিল ও সোহায়েল খান।

                টি-টোয়েন্টি স্কোয়াড: আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, হাফিজ, মুক্তার আহমেদ, শোয়াইব মাকসুদ, হারিস সোহায়েল, মোহাম্মাদ রেজওয়ান, সাঈদ আজমল, শাহীদ আফ্রিদি (অধিনায়ক), সোয়াইল তানভির, সাদ নাসিম, ওয়াহাব রিয়াজ, সোহায়েল খান, উমর গুল এবং জুনায়েদ খান।

            টেস্ট স্কোয়াড: বাবর আজম, হাফিজ, সামি আসলাম, মিসবাহ (অধিনায়ক), আসাদ শফিক, আজহার আলী, ইউনুস খান, হারিস সোহায়েল, সাঈদ আজমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সোহায়েল খান এবং রাহাত আলী। গতকাল শুক্রবার এ দল ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ১৭ এপ্রিল প্রথম ওয়ানডে, ১৯ এপ্রিল দ্বিতীয় এবং সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই হবে ডে-নাইট। দুপুর আড়াইটায় শুরু হবে ওয়ানডে ম্যাচগুলো। আর সব ওয়ানডে ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

২৪ এপ্রিল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শেখ আবু নাসের স্টেডিয়ামে ২৮ এপ্রিল সকাল ১০ টায় শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। ৩ মে খুলনা থেকে ঢাকায় ফিরবে দুই দল। ৬-১০ মে মিরপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ দিয়ে শেষ হবে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর। ১১ মে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে পাকিস্তানের।

Leave a comment