ঝিনাইদহের কালীগঞ্জে বাল্যবিয়ে বন্ধে ভ্রাম্যমাণ আদালত : জরিমানা

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বাল্যবিয়ে বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বাল্যবিয়ে দেয়ার প্রস্তুতিকালে মেয়ের পিতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চাপালী গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েটি কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ও চাপালী গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা জানান, জেলার কালীগঞ্জে উপজেলার চাপালী গ্রামের রেজাউল ইসলামের ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বাল্যবিয়ে দেয়ার প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার প্রস্তুতির অভিযোগে পিতা রেজাউল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেয়া হবে না এমন মুচলেকা নেয়া হয়েছে পিতার কাছ থেকে। উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন।

Leave a comment