সালিসে হট্টগোল : বিচার চেয়ে গ্রামবাসীর গণস্বাক্ষর

আলমডাঙ্গার পাঁচকমলাপুরে ৮ম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দেহভোগ

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের হতদরিদ্র বুদ্ধি প্রতিবন্ধীর মেয়ে ৮ম শ্রেণির স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দেহভোগের অভিযোগ উঠেছে। দফায় দফায় গ্রাম্যসালিস করেও অভিযুক্ত মারুফকে হাজির করতে পারেনি। উল্টো হট্টগোল হয়েছে। গ্রামবাসী অভিযুক্তের বিচারের দাবিতে গণপিটিশনে স্বাক্ষর করেছে। মামলার প্রস্তুতি চলছে।

অভিযোগসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার খাদিমপুরের পাচঁকমলাপুর গ্রামের মানসিক প্রতিবন্ধীর মেয়ে স্কুলের ৮ম শ্রেণির ছাত্রীর সাথে দু বছর আগে একই গ্রামের আকবারের ছেলে মারুফ বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। গত ৩১ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে স্কুল ছাত্রীর ঘরের মধ্যে দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে গ্রামবাসী। রাতেই গ্রাম্য সালিস বসানো হয়। সালিস থেকে মারুফ কৌশলে পালিয়ে গেলে ভেস্তে যায় সামাজিক বিচারের আয়োজন। গত ৩ দিন ধরে রাতে ৩ দফা সালিস বৈঠক করা হলেও, মারুফ হাজির না হওয়ায় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। গতকাল আবারো রাত ৯টার দিকে সালিসের আয়োজন করে গ্রামবাসী। মারুফের পরিবার প্রভাবশালী হওয়ায় সালিসে হাজির না হলে উত্তেজনার সৃষ্টি হয়। রাতেই গ্রাম্য মাতবর হারুন বিশ্বাস, ফকিরচাঁদ, হাসমত, দোলায়ার ও মিঠুর নেতৃত্বে মারুফের বিরুদ্ধে বিচারের দাবিতে গণস্বাক্ষর করে গ্রামবাসী। গ্রামবাসী জানায়, মারুফ ওই স্কুলছাত্রীর সাথে সম্পর্ক করে দেহভোগ করেছে তার প্রমাণ পেয়ে বিয়ের দাবি তোলা হয়।