সকালে শোভাযাত্রা শেষে বোশেখি নাচ-গান আলোচনা

চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ-১৪২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভায় সিদ্ধান্ত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ-১৪২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে গত বছরের মতো এবারও সকালে মঙ্গল শোভযাত্রাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় সরকারি কলেজের অধ্যক্ষ রহমত আলী বিশ্বাস, অধ্যক্ষ (অব.) সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান, তথ্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, জেলসুপার আনোয়ারুজ্জামান, সদর থানার ওসি (তদন্ত) এএইচএম কামরুজ্জামান খাঁন, শিশু সদনের কর্মকর্তা আবু নাসির ও রাশিদা হাসনু আরাসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সভাপতি শুরুতে বলেন, বাংলা নববর্ষ আমদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির মূল স্তম্ভ। হাজার বছর ধরে বাঙালি জাতি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বাংলা নববর্ষ উদযাপন করে আসছে। আমদের জাতীয় ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কতির সাথে নিবিড়ভাবে জড়িত এ বিদসটি প্রতিবছরের ন্যায় এবারও যথাযথ মর্যাদায় ও আনান্দমুখর পরিবেশে উদযাপিত হবে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- ১ বোশেখ মঙ্গলবার সকাল ৬টায় চুয়াডাঙ্গা ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বোশেখি বরণ উৎসব শুরু হবে। এরপর সকাল ৭টায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বোশেখি মেলার শোভাযাত্রা বের করা হবে। শহর প্রদক্ষিণ করে সরকারি কলেজ প্রাঙ্গণে আলোচনাসভার পাশাপাশি বোশেখির নাচ ও গান পরিবেশন করা হবে। বেলা ১১টায় জেলা শিশু একাডেমী শিশুদের জন্য জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। জেলা কারাগারে কারাবন্দিদের পরিবেশনায় এবং শিশু পরিবারের শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া সরকারি, বেসরকারি অফিস ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ মর্যদার সাথে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। হাসপাতাল, জেলা কারগার ও সরকারি শিশু সদনে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হবে। ঢাকা-কোলকাতাগামী মৈত্রী ট্রেনের যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানোর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। বোশেখি মেলার নামে অশ্লীলতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।