স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক সাবেক শিক্ষার্থীকে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর রাজপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিহত ওয়াহিদা সিফাতের (২৭) চাচা মিজানুর রহমান খন্দকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় যৌতুকের দাবিতে সিফাতকে হত্যার অভিযোগে তার স্বামী আসিফ, শ্বশুর মোহাম্মদ হোসেন রমজান ও শাশুড়ি নাজমুন নাহার নাজলীকে আসামি করা হয়েছে।