চুয়াডাঙ্গার রাঙ্গিয়ারপোতায় মাদককারবারীদের ফেনসিডিল উধাও নিয়ে উত্তেজনা!
স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গার বহুল আলোচিত ফেনসিডিলের প্রকাশ্য খোলা বাজার এখন শুধু আকন্দবাড়িয়ায় নয়। রাঙ্গিয়ারপোতা গ্রামে পাল্লা দিয়ে বসছে এ বাজার। ফেনসিডিলকারবারী চক্রের হোতাদের মধ্যে প্রায় ঘটছে অঘটন। বাড়ছে হানাহানি। হচ্ছে মামলা। সম্প্রতি রাঙ্গিয়ারপোতার চিহ্নিত ২ মাদক কারবারীর আড়াই হাজার বোতল ফেনসিডিল উধাও হয়েছে। এ নিয়ে দু পক্ষের মধ্যে বিরাজ করছে চাপা উত্তেজনা।
রাতের আঁধারে কিংবা প্রকাশ্য দিবালোকেই বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্তে পথে ভারত থেকে চোরাইপথে আনছে হাজার হাজার বোতল ফেনসিডিল। গত সোমবার রাত ১২টার দিকে রুস্তম ও আয়নালের আড়াই হাজার বোতল ফেনসিডিলের একটি চালান রাঙ্গিয়ারপোতা কাঠাল বাগান নামক স্থান থেকে উধাও হয়ে যায়। এ নিয়ে মাদককারবারীচক্রের দু পক্ষের মধ্যে বিরাজ করছে চাপা উত্তেজনা। গতপরশু বুধবার রাতে বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শিকদার মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাঙ্গিয়ারপোতা স্কুলপাড়ার আব্দুস সাত্তারের ছেলে তরিকুলকে গ্রেফতার করেন। কি কারণে পুলিশ তরিকুলকে গ্রেফতার করেছে ওই রাতে তা পরিষ্কার না হলেও গতকাল বৃহস্পতিবার হয়েছে স্পষ্ট। মনির হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত তরিকুলের বিরুদ্ধে ফেনসিডিলের মামলা দায়ের করেছেন। তরিকুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, রুস্তম ও আয়নালের ইশারায় পুলিশ তরিকুলকে কোনো অভিযোগ ছাড়াই গ্রেফতার করে ফেনসিডিল দিয়ে আদালতে সোপর্দ করেছে।