নিরাপত্তা পেলে খালেদা জিয়া আদালতে যেতে পারেন

স্টাফ রিপোর্টার: গুলশানের কার্যালয়ে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পর্যাপ্ত নিরাপত্তার শর্তে আগামী রোববার আদালতে যেতে পারেন। গতকাল বৃহস্পতিবার খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এ তথ্য দিয়েছেন। এর আগে আদালতে আত্মসমর্পণের শর্ত হিসাবে খালেদা জিয়াকে আবার তার কার্যালয়ে ঢুকতে দেয়ার নিশ্চয়তা চাইলেও বৃহস্পতিবার এ বিষয়ে কিছু বলেননি তার এ উপদেষ্টা। আগামী ৫ এপ্রিল রোববার জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে এ দুটি মামলার বিচার চলছে। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খন্দকার মাহবুব বলেন, উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। উনি আদালতে যেতে ইচ্ছুক। অতীতেও বলেছি উনি নিরাপত্তার কারণে আদালতে যেতে পারছেন না। বিগত দিনে যখন আদালতে গিয়েছিলেন পথে তার গাড়িবহরের ওপর আক্রমণ হয়েছিলো। এ কারণেই খালেদা জিয়া শঙ্কিত, আমরাও আইনজীবী হিসেবে শঙ্কিত যে উনি আদালতে যাওয়ার পথে হামলা হতে পারে। সে কারণে সরকারের দায়িত্ব হবে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া।