নারায়ণগঞ্জের বুড়িগঙ্গায় ট্রলার ডুবিতে নিহত ৮

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলার আলীগঞ্জের খেয়াঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে বৃহস্পতিবার দুপুর ১টায় ট্রলার ডুবির ঘটনায় আটজনের মৃত্যু ঘটেছে। নিহতদের বাড়ি ঢাকার মিরপুর ও লালবাগ এলাকায়। মতলবে সোলায়মান শাহ ওরফে লেংটার মেলা শেষে ট্রলারে করে এসব লোকজন ঢাকার সদরঘাটে ফিরছিলেন। নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত নিহতরা হলেন- ঢাকার লালবাগের ১৭৪ সৈয়দনগরের মৃত লাটমিয়ার ছেলে মো. ছমির হোসেন (৪৫) এবং একই এলাকার আব্দুল হক ওরফে ওহাব মাতবরের ছেলে রুবেল (১৮), হাফিজউদ্দিন মিয়ার ছেলে রুবেল (৩০),  মো. নিজামের ছেলে ছেলে সাগর (১০), মিরপুর সিনেমা হল এলাকার নুরউদ্দিনের ছেলে জাকির হোসেন (৩০), লালবাগ এলাকার কাজল মিয়া (২৮), আইউব আলীর স্ত্রী করমজান বিবি (৬৫) ও রাজীব মিয়া হৃদয় (২২)। এছাড়া আরো একজন নারী নিখোঁজ রয়েছে বলে জানা গেলেও তারা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ট্রলারের বেঁচে যাওয়া যাত্রীরা বলেন, যাত্রী আবু সিদ্দিক জানান, নদীতে বালুবাহী বাল্কহেড সাথীবুল বাহার-২’র ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। আশপাশের লোকজনের সহায়তায় অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।