ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে অবৈধ ও কাগজপত্রবিহীন ৭১টি মোটরসাইকেল আটক করেছে ট্রাফিক পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা থেকে এসব মোটরসাইকেল আটক করা হয়। রেজিস্ট্রেশন না করানোর অপরাধে মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঝিনাইদহের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ব্যবহৃত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে ঝিনাইদহের পুলিশ সুপার মো. আলতাফ হোসেনের নির্দেশে বৃহস্পতিবার তিনটি উপজেলায় অভিযান চালায় ট্রাফিক পুলিশ। অভিযানে কালীগঞ্জ থেকে ২৭টি, কোটচাঁদপুর থেকে ২৯টি ও মহেশপুর উপজেলা থেকে ১৫টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করা হয়। এ সময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন না করানোর অপরাধে ও গাড়ির কাগজপত্র না থাকায় মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়। আটককৃত মোটরসাইকেলগুলো সংশ্লিষ্ট থানায় রাখায় রাখা হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে ট্রাফিক সার্জেন্ট গৌরাঙ্গ পাল ও ইসমাইল হোসেন এ অভিযান পরিচালনা করেন। আটককৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করা হলে সরকারের প্রায় ১৩ লাখ টাকার রাজস্ব আদায় হবে। ট্রাফিক ইন্সপেক্টর আরো জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানের ফলে মোটরসাইকেল ব্যবহার করে নাশকতারোধ করা সম্ভব হবে বলে তিনি জানান।