স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ফার্মপাড়ার লালনকে (৩৭) পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাফরপুর মোড়ের অদূরে রাস্তার পাশে তাকে কুপিয়ে জখম করে একদল যুবক। রক্তাক্ত জখম লালনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হলেও নিরাপত্তাহীনতায় তাকে তার লোকজন বাড়ি ফিরিয়ে নেয়।
জানা গেছে, ফার্মপাড়ার মেত আনোয়ার হোসেনের ছেলে লালন বলেছে, ডিঙ্গেদহে বস্তার দোকান আছে। সেখান থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। জাফরপুর মোড়ের অদূরে পৌছুলে পূর্ব থেকে ওত পেতে থাকা কলোনিপাড়ার বিল্লাল, তানজিল, চাঁন মিয়া, রনি, মোমিন গতিরোধ করে লাঠি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
লালন এ তথ্য দিলেও কেনো তার ওপর পূর্ব থেকে ওত পেতে থেকে হামলা চালানো হয়েছে তা পরিষ্কার করে বলেনি। শুধু বলেছে, আমি যুবদল করি। এ কারণেই ওরা মেরেছে। অবশ্য স্থানীয় একসূত্র বলেছে, পূর্ববিরোধের জের ধরে ওর ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে।