দুর্নীতি প্রতিরোধ সপ্তা : চুয়াডাঙ্গা ও জীবননগরে আলোচনাভা

সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি

 

স্টাফ রিপোর্টার: ‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ স্লোগান সামনে নিয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে ২৬ মার্চ থেকে শুরু হওয়া দুর্নীতি প্রতিরোধ সপ্তার সমাপনী ছিলো গতকাল। এদিনে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও জীবননগরে শোভাযাত্রা, আলোচনাসভাসহ রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রচনা প্রতিযোগিতায় চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী জেলার শীর্ষস্থান অধিকার করে।

দুর্নীতি প্রতিরোধ সপ্তার চুয়াডাঙ্গার অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেগম আনজুমান আরা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি এসএম ইস্রাফিল, কোষাধ্যক্ষ রাশিদা হাসনু আরা প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা দুর্নীত প্রতিরাধ কমিটির সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নুঝাত পারভীন। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, শোভাযাত্রা শেষে আলোচনাসভায় রচনা প্রতিযোগীদের মাঝে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আলোচনাভায় বক্তারা দুর্নীতির কুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরে প্রতিরোধে সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরের সীমান্ত ইউনিয়ন পরিষদে গতকাল বুধবার দুর্নীতি বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদ কমপ্লেক্স ভবনে জনপ্রতিনিধিদের নিয়ে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মুন্সি মাহবুবুর রহমান বাবুর সভাপতিত্বে আনুষ্ঠিত অলোচনাসভায় দুর্নীতির ভয়াবহতা ও তা নিয়ন্ত্রণে আনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ইউপি সদস্য জাকির হোসেন, ইসরাইল হোসেন, রবিউল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি উম্বাত আলী, সদস্য আলমগীর হোসেন ও ইউপি সচবি হারুন অর রশিদ।

Leave a comment