দুর্ঘটনা : নতুন বাস্তপুরের লাউচাষির মর্মান্তিক মৃত্যু

বেপরোয়াগতিতে গতিরোধক অতিক্রমের সময় আছড়ে পড়েন আলমসাধু আরোহী
দামুড়হুদা প্রতিনিধি: দুর্ঘটনা রোধে যে গতিরোধক, সেই গতিরোধকের কারণেই শ্যালোইঞ্জিনচালিত অবৈধযান আলমসাধু দুর্ঘটনায় আহসান নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের পুলিশ লাইনের সামনের গতিরোধকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল বুধবার সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে স্পিডব্রেকারের ওপর আলমসাধু থেকে আছড়ে পড়েন। তাকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুরের মৃত হাবিবুর রহমানের ছেলে। নিকটজনেরা বলেছেন, দামুড়হুদা উপজেলার নতুন বাস্তবপুরের থেকে গতকাল বুধবার সকালে আলমসাধুযোগে লাউ বিক্রি করতে চুয়াডাঙ্গা বড়বাজারের উদ্দেশে রওনা হন। সকাল ৬টার দিকে আলমসাধুটি পুলিশ লাইনের সামনের গতিরোধকে অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারায় চালক। বেপরোয়া গতিতে গতিরোধক অতিক্রম করতে গেলে আরোহী লাউচাষি আহসান গুরুতর আহত হন। এ সময় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের লাশের ময়নাতদন্ত ছাড়াই বাদজোহর নামাজে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানায়।