কোটি টাকার শেয়ার হলো কাল

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের বাসায় হামলা ও তার স্ত্রী হত্যাকারীর নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ। তাকে গ্রেফতার করতে তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেয়ারবাজারে বিনিয়োগ করা শীতাংশুর কোটি টাকা আত্মসাতের জন্যই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়েছেন রাজধানীর মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন শীতাংশু শেখর বিশ্বাস। এ ঘটনায় শীতাংশুর স্ত্রী মিশন ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক কৃষ্ণা কাবেরি মণ্ডল মারা গেছেন তা জানেন না তাদের দু সন্তান শ্রাবণী শ্রুতি ও অদ্রিতা বিশ্বাস অদৃতি। পরিস্থিতির কথা বিবেচনা করেই তাদের তা জানানো হয়নি। ঘটনার পর থেকে ওই রাতের কথা স্মরণ হলেই ভয়ে শিউরে ওঠে শ্রুতি ও অদৃতি।

70131_f3ee

শীতাংশুর স্বজনরা জানিয়েছেন, প্রায় পাঁচ বছর আগে জহিরুল ইসলামের সাথে পরিচয় হয় শীতাংশু শেখর বিশ্বাসের। গুলশানের হাজি আহমেদ সিকিউরিটিজ নামের ব্রোকার হাউজের ম্যানেজার জহিরুলের উৎসাহে তিনি শেয়ারবাজারে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করেন। শেয়ার বেচা-কেনার কাজে তিনি জহিরুলের সহযোগিতা নিতেন। যে কারণে জহিরুলের সাথে তার সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। ওই সম্পর্কের সুবাধে এ ঘটনার আগেও কয়েকবার মোহাম্মদপুরে শীতাংশুর ওই ফ্ল্যাটে গিয়েছিলো জহিরুল। ঘটনার দিন গত ৩০ মার্চ রাতে ইন্টারকম থেকে কল দেয়ার আগে মোবাইলফোনে শীতাংশুর সাথে কথা বলেছিলো জহিরুল। এ বিষয়ে শীতাংশুর স্ত্রী নিহত কৃষ্ণা কাবেরি মণ্ডলের বোন দীপা মল্লিক জানান, শীতাংশু তাদের জানিয়েছেন জহিরুল এতো রাতে তার বাসায় আসুক তা তিনি চাননি। সে যখন ফোনে বাসায় আসার বিষয়টি জানায় তখন শীতাংশু তাকে বলেছিলেন, বাসায় আসার দরকার কি বরং আগামীকাল অফিসে আসেন। কিন্তু এ কথায় থেমে থাকেনি জহিরুল। সে বলেছে, কোম্পানির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানানোর দায়িত্ব দেয়া হয়েছে আমাকে। আপনার জন্মদিন চলে গেছে শুভেচ্ছা জানাতে পারিনি। এতেই সমস্যায় আছি আমি। তাছাড়া ব্যক্তিগতভাবে আপনি আমার খুব কাছের মানুষ। প্লিজ, আপনি আপত্তি করবেন না। এভাবেই শীতাংশুর অনুমতি নিয়েই মোহাম্মদপুরের ওই বাড়িতে যায় জহিরুল। সেখানে নিরাপত্তাকর্মীরা শীতাংশুর অনুমতি নিয়েই তাকে ফ্ল্যাটে যেতে দেন। তারপরই ঘটে এ ঘটনা।

এ ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র আসামি কেএম জহিরুল ইসলাম ওরফে পলাশ। সে পল্লবীর ১৪ নম্বর সড়কের ১৯ নম্বর বাড়ির তৃতীয় তলায় থাকতো। তার গ্রামের বাড়ি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রামচন্দ্রপুরের ২৩০ স্কাইভিউ সাধুরনীড়। তার পিতার নাম কেএম শহীদুল ইসলাম।

স্ত্রী কৃষ্ণা কাবেরি মণ্ডল ও দু কন্যা শ্রুতি এবং অদ্রিতাকে নিয়ে ইকবাল রোডের ৩/১২ নম্বর পাঁচ তলা বাড়ির দু তলার ফ্ল্যাটে থাকেন বিআরটিএ’র উপপরিচালক শীতাংশু শেখর বিশ্বাস। তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ডহর গ্রামে। তার পিতার নাম যতীন্দ্র নাথ বিশ্বাস। গত ৩০ মার্চ রাতে ওই বাসাতেই হত্যা করা হয় শীতাংশুর স্ত্রী কৃষ্ণা কাবেরি মণ্ডলকে। এ ঘটনায় আহত শীতাংশু ও তার দু কন্যা মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।

Leave a comment