অবশেষে ইবি খুলছে : ক্লাস পরীক্ষা শুরু শনিবার : মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা

ইবি প্রতিনিধি: দীর্ঘ প্রায় চারমাস বন্ধের পর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় অবশেষে খুলছে। একই সাথে ১০টি শর্ত সাপেক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় সকল আবাসিক হল খুলে দেয়া হচ্ছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৪ এপ্রিল শনিবার থেকে ক্লাস পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের মিছিল, মিটিং ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাসচাপায় ছাত্র নিহতের ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে গত বছরের ১ ডিসেম্বর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ ও ক্যাম্পাস স্বাভাবিক করার ব্যাপারে উদ্যোগ নিতে গতকাল বুধবার সন্ধ্যায় ক্যাম্পাস্থ উপাচার্যের বাসভবনে ২২৮ তম সিন্ডিকেট (জরুরি) সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় উপউপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আফজাল হোসেন, রেজিস্ট্রার ড. মসলেম উদ্দিনসহ সিন্ডিকেট সভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী শুক্রবার সকাল সাড়ে নয়টায় টায় আবাসিক হল খুলে দেয়া হবে। তবে হলে থাকলে হলে ছাত্রছাত্রীদের কিছু শর্ত মেনে চলতে হবে। শনিবার থেকে ক্লাস পরীক্ষা নেয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সপ্তায় কতোদিন ক্লাস পরীক্ষা চলবে এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, এ বিষয়টি বিভাগের ওপর ছেড়ে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ উচ্ছ করলে সপ্তার যেকোনো দিন ক্লাস পরীক্ষা নিতে পারে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের মিছিল, মিটিং ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে তিনি জানান।

জানা গেছে, সিন্ডিকেট সভার আগে গত কয়েক সপ্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক সমিতি, শিক্ষক সংগঠন ও ছাত্রনেতাদের সাথে দফায় দফায় বৈঠক করেন। বৈঠকে শিক্ষক ও ছাত্রনেতারা সীমিত পরিসরে হলেও ক্লাস পরীক্ষা চালুর বিষয়ে মতামত দেন। প্রসঙ্গত গত বছরের ৩০ নভেম্বর বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহতের ঘটনায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তারা বিশ্ববিদ্যালয়ের ৩৫টি ভাড়াকরা বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। মাঝে ৭ জানুয়ারি ক্যাম্পাস খুললেও শিবিরের সাথে পুলিশের সংঘর্ষের জেরে একদিন পরেই আবার বন্ধ করে দেয়া হয়। ওই ঘটনার পরে দীর্ঘ দিনেও বিশ্ববিদ্যালয় খুলে না দেয়ায় শিক্ষার্থীরা ১৪ মার্চ থেকে ক্লাস পরীক্ষা চালুর দাবিতে আন্দোলনে নামে। তারা ক্লাস পরীক্ষা চালুর দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন, প্রশাসনের ভবনের সামনে রক্ত ঢেলে অবস্থান কর্মসূচি ও প্রতীকী বিষপান ও গলায় ফাঁস লাগিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ অবস্থার প্রতিবাদ জানান। ৪ এপ্রিলের মধ্যে ক্লাস পরীক্ষা চালু হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন।

১০ শর্তে খুলছে হল: এদিকে আগামী শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেয়া হবে বলে সিন্ডিকেট সভা সূত্রে জানা গেছে। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০টি শর্ত জুড়ে দিয়েছে। শর্তগুলো হলো- ক্যাম্পাসের পরিচয়পত্র সাথে রাখা, হলে প্রবেশের সময় লাগেজ পরীক্ষা করা, হলে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না, হলের আবাসিক শিক্ষকদের সার্বক্ষণিক চক্রাকারে দায়িত্ব পালন করতে হবে, প্রভোষ্টদের প্রতিদিন কমপক্ষে দুবার হলে পরিদর্শন করতে হবে, হলের ছাত্রছাত্রীদের প্রেষণামূলক নির্দেশনাসহ সতর্র্কীকরণ, আগুন্তক বা অতিথিকে হল গেটে প্রবেশ করতে না দেয়া, নিয়মিত পাঠসহ সার্বিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, রাত ৯টার মধ্যে হলে প্রবেশ এবং জরুরি পরিস্থিতিতে উপাচার্য অফিসে, প্রক্টর, ছাত্র উপদেষ্টার সাথে যোগাযোগ সাপেক্ষে হল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি সহযোগী অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি চিন্তা করে ও উদ্ভূত পরিস্থিতি এড়াতে শর্তগুলো জুড়ে দেয়া হয়েছে।

এদিকে ক্যাম্পাস খুললে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়াকরা বাস চলাচলে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছেন পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মামুনুর রহমান। ড. মামুনুর রহমান বলেন, বাস মালিকদের ক্ষতিপূরণ ইতোমধ্যে দিয়ে দেয়া হয়েছে। ক্ষতিপূরণ পাওয়ার পর তারা ক্যাম্পাসে বাস সরবরাহ করতে সম্মত হয়েছেন। আশা করি ক্যাম্পাস খুলে দিলে গাড়ি সরবরাহে কোনো বাধা থাকবে না।

Leave a comment