চুয়াডাঙ্গা সরিষাডাঙ্গার বিশু শাহ বাউল একাডেমীর মঞ্চ মাতালেন ভারতের স্টার জলসার একঝাঁক তারকা
মুন্সিগঞ্জ প্রতিনিধি: শেষ পর্যন্ত চুয়াডাঙ্গার মোমিনপুর এলাকার দর্শক-স্রোতাদের নিরাশ করতে পারেননি পশ্চিমবঙ্গের একঝাঁক অভিনয়শিল্পী। তারা পরশু রাতের শো করতে না পারলেও গতকাল মঙ্গলবাল সকাল ১০টায় মোমিনপুরের সরিষডাঙ্গা বাউল একাডেমী মঞ্চে অভিনয়ের খণ্ডাংশের পাশাপাশি গানে গানে মাতিয়ে তোলেন উপচেপড়া উপস্থিত দর্শক-স্রোতাদের। যদিও বাউল মঞ্চে অনেকেই সমালোচনা করতে ছাড়েননি।
চুয়াডাঙ্গার মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের তত্ত্বাবধানে বিশু শাহ বাউল একাডেমীর আয়োজনে মঞ্চ মাতালেন ভারতের স্টার জলসা তারকা ঝিলিক, প্রতিমা, রাতুল মাস্টার, ইন্দ্রজিৎ ও মৌমিতা। অভিনয় আর গানে গানে মুগ্ধ উপচেপড়া দর্শক-স্রোতার ভিড় লক্ষ্য করা গেছে। ঝিলিক বার বার আসতে চান সোনার বাংলাদেশে। এলাকার দর্শক-স্রোতাদের ভালোবাসায় মুগ্ধ ভারতীয় তারকারা। দিয়ে গেলেন বুকভরা ভালোবাসা আর সাথে নিয়ে গেলেন বাংলাদেশের ইলিশ।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা বাউল একাডেমীর আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৪ দিনব্যাপি সঙ্গীত অনুষ্ঠানের শেষ দিন ছিলো গত সোমবার। কিন্তু প্রকৃতি বাধ সাধে। বৃষ্টিতে ভেস্তে যায় সকল আয়োজন। গতকাল তাৎক্ষণিকভাবে অনুষ্ঠিত অনুষ্ঠানেও ছিলো উপচেপড়া ভিড়। এ বিষয়ে চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার বললেন, সকাল থেকেই বাড়ির সামনে ভিড় দেখে অতিথি শিল্পীরা শেষ পর্যন্ত আর না করতে পারেননি বলেই তাৎক্ষণিক প্রস্তুতি নিতে হয়।