মেহেরপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তা পালিত

 

মেহেরপুর অফিস: ‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ এ প্রতিপাদ্যে মেহেরপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তা পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা দুর্নীনিত প্রতিরোধ কমিটির সদস্য বেগম বদরুন্নাহার। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আলহাজ মোশাররফ হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, বেগম বদরুন্নাহার, সুরাইয়া আক্তার বানু, সাইদুর রহমানসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মানববন্ধনে অংশ নেন।

Leave a comment