মেহেরপুরে গাঁজা রাখার অপরাধে একজনের কারাদণ্ডাদেশ

 

মেহেরপুর অফিস: গাঁজা রাখার অপরাধে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের আপ্তাব আলীর ছেলে শাহাদত হোসেনকে (৪৮) ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান ওই দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সূত্রে জানা যায়, ১৯৯০ সালের ১৯ (টেবিল-ক) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। এর আগে ডিবি পুলিশের এসআই ফজলুল হক আমঝুপি গ্রামে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

Leave a comment