বিজ্ঞানভিত্তিক তথ্য জেনে দুর্যোগের ক্ষতি কমানোর আহ্বান

চুয়াডাঙ্গা-মেহেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

 

মাথাভাঙ্গা ডেস্ক: ‘বিজ্ঞানভিত্তিক তথ্য জানি, দুর্যোগের ক্ষতি কমিয়ে আনি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৫ পালিত হয়েছে। দামুড়হুদা উপজেলা, মেহেরপুর ও মুজিবনগর এবং গাংনীতেও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে দিবসের গুরুত্ব তুলে ধরে দুর্যোগের ক্ষতি কমাতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। গতকাল মঙ্গলবার বেলা ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। প্রধান অতিথি মো. দেলোয়ার হোসাইন বলেন, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে। তাছাড়া, মানুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সকলকে সজাগ থাকতে হবে। তাহলে ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম বেনজীর, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমীন, যুবউন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আহমেদ, ব্র্যাক জেলা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, আত্মবিশ্বাসের পক্ষে সাহেদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ত্রাণ ও পুনর্বাসন ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনিয়া হাসান।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের ৱ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আসিফুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সাত্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, মৎস্য অফিসার মঈনুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সমবায় কর্মকর্তা আ. জলিল, জনস্বাস্থ্য প্রকৌশলী আশরাফুর রহমান, উপজেলা রিসোর্স ইন্সটেক্টর আবু তাহের, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুস সালেহীন, সহকারী শিক্ষক মোল্লা ফেরদৌসউল রিজভী, পিআইও সহকারী আব্দুল লতিফ প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে এ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খানের নেতৃত্বে একটি ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ৱ্যালিতে অংশ নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খানের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শশাঙ্ক কুমার মণ্ডল, পিআইও নাহিদা সুলতানা, ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার সেলিম রেজা প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৱ্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ৱ্যালি শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী আ. রশিদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অফিস সহকারী বদর উদ্দিন।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে একটি ৱ্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম। গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দীলিপ কুমার সেনের সভাপতিত্বে আনোচনা সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কর্মকর্তা সরওয়ার হোসেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা অরবিন্দ মণ্ডল ও বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন মুজিবনগর উপজেলা প্রশাসন আয়োজনে এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্কুলের ছাত্রীর অংশগ্রহণে ৱ্যালি বের করা হয়। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। ৱ্যালির নেতৃত্ব দেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল। পরে উপজেলা হলরুমে আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল। বক্তব্য রাখেন কৃষি অফিসার মুহা. মোফাখখারুল ইসলাম, মৎস্য অফিসার এএফএম নাজমুস সালেহীন, প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী সেলিম হোসেন প্রমুখ।