মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের পাঞ্জাবে পৃথক চারটি কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার অপরাধীর দণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার এ দণ্ডগুলো কার্যকর করা হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ২০০৮ সালে ডাকাতি করতে গিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগে মোহাম্মাদ রিয়াজ নামের এক অপরাধীকে সারগোদা কারাগারে ফাঁসিতে ঝুলানো হয়। ১৯১০ সালে এ কারাগারটি প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম মৃত্যুদণ্ডে দণ্ডিত কারো দণ্ড কারাগারটিতে কার্যকর হলো। তিন বছরের এক কন্যাশিশুকে অপহরণের অভিযোগে আকরাম-উল-হক নামের এক অপরাধীকে আটক কারাগারে ফাঁসি দেয়া হয়। তার বিরুদ্ধে পৃথকভাবে সন্ত্রাসের অভিযোগও দায়ের করা হয়েছিলো। ব্যক্তিগত শত্রুতার জেরে এক ব্যক্তিকে খুন করার অপরাধে মোহাম্মাদ আমিন নামের এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আদিয়ালা কারাগারে। ২০০০ সালে দু ব্যক্তিকে হত্যার অভিযোগে হাবদার শাহ নামের এক অপরাধীকে মিয়ানওয়ালি কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেয়া হয়। চলতি বছরের ১০ মার্চ পাকিস্তান সরকার মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এর ফলে দেশটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দণ্ড কার্যকরের ক্ষেত্রে বাধা অপসারিত হয়।