দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে দু বাংলাদেশি আহত

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন চল্লিশপাড়ায় বিএসএফ’র গুলিতে দু বাংলাদেশি গরুব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। তারা দৌলতপুর চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি, থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলা রামকৃঞ্চপুর ইউপির চল্লিশপাড়া গ্রামের হানিফ মণ্ডলের ছেলে কাশেম (২৮) ও মসলেম শেখের ছেলে বাবু (২৫) ভারতীয় গরু নিয়ে ১৫৭/১৫ আর সীমানা পিলারের পাশে দিয়ে ফিরছিলো। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে কাশেম ও বাবু পায়ে গুলিবিদ্ধ হয়। বিজিবি ৪৭ ব্যাটালিয়নের চিলমারি কোম্পানি কমান্ডার সুবেদার রফিক জানান, এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে।