স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বুধবার থেকে শুরু হচ্ছে। এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ ও ছাত্রী ৫ লাখ ২ হাজার ৮৯১ জন। চুয়াডাঙ্গা জেলায় এবার এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ১৬ জন।
আজ এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, কারিগরির ব্যবসায় ব্যবস্থাপনায় সকালে বাংলা-২ ও বিকালে বাংলা-১ এবং আলিমে কুরআন মাজিদ (সকল বিভাগ) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিনে অবশ্য হরতাল রাখেনি ২০ দলীয় জোট। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের নির্ভয়ে পরীক্ষা দেয়ার আহ্বান জানিয়ে গতকাল একটি বিবৃতিতে দিয়েছেন। বিবৃতিতে হরতাল-অবরোধ আহ্বানকারীদের প্রতি তিনি বলেন, আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, দেশের যেকোন স্থানে আমাদের একজন পরীক্ষার্থীরও যদি কোনো ক্ষতি হয়, তার দায়-দায়িত্ব আপনাদেরকেই বহন করতে হবে। মানুষ আপনাদের ক্ষমা করবে না।
আজ বুধবার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় এ বছর ৯ হাজার ১৬ জন পরীক্ষার্থী ২০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে এইচএসসিতে ৭ হাজার ৪৫০, এইচএসসি (ভোকেশনাল) ১১২, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ১ হাজার ২২ ও আলিম পরীক্ষার্থী ৪৩২ জন। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ সম্পন্ন হলে আগামী ১১ জুন শেষ হবে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজ, গোকুলখালী ডা. আফসার উদ্দীন কলেজ ও সরোজগঞ্জ তেতুল শেখ কলেজ; চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ; চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে চুয়াডাঙ্গা সরকারি কলেজ; বদরগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে (ভ্যেনু বদরগঞ্জ বাকিবিল্লাহ মাদরাসা) বদরগঞ্জ ডিগ্রি কলেজ ও বড়শলুয়া নিউ মডেল কলেজ; আলমডাঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্রে আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ, খাসকররা মহাবিদ্যালয়, মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজ, জামজামি গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও কুষ্টিয়ার ইবি থানার গোস্বামী দুর্গাপুরের শঙ্করদিয়া আদর্শ কলেজ; আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে হারদী এমএস জোহা ডিগ্রি কলেজ; এমএস জোহা ডিগ্রি কলেজ কেন্দ্রে আলমডাঙ্গা ডিগ্রি কলেজ; দর্শনা সরকারি কলেজ কেন্দ্রে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ; আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ কেন্দ্রে দর্শনা সরকারি কলেজ, কার্পাসডাঙ্গা কলেজ ও দামুড়হুদা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ; জীবননগর ডিগ্রি কলেজ কেন্দ্রে জীবননগর আদর্শ মহিলা কলেজ, উথলী কলেজ ও আন্দুলবাড়িয়া কলেজ; জীবনগর আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে জীবননগর ডিগ্রি কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।
চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার কেন্দ্র হলেও সকল পরীক্ষার্থীকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) শাখায় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রের সকল পরীক্ষার্থীকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ভেন্যুতে পরীক্ষায় অংশ নিচ্ছে। একইভাবে মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজ কেন্দ্রের সকল পরীক্ষার্থীর ভেন্যু আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ; হারদী এমএস জোহা ডিগ্রি কলেজ কেন্দ্রের সকল পরীক্ষার্থীর ভেন্যু হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউট; দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজ কেন্দ্রের সকল পরীক্ষার্থীর ভেন্যু দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং জীবননগর আদর্শ মহিলা কলেজ কেন্দ্রের সকল পরীক্ষার্থীর ভেন্যু জীবননগর ডিগ্রি কলেজ।
এছাড়া আলিম পরীক্ষায় চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসা কেন্দ্রে চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসা, বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদরাসা, দর্শনা ফাজিল মাদরাসা ও কার্পাসডাঙ্গা ফাজিল মাদরাসা; আলমডাঙ্গা আলিম মাদরাসা কেন্দ্রে আলমডাঙ্গা আলিম মাদরাসা, কাবিলনগর আলিম মাদরাসা, নওলামারী আলিম মাদরাসা ও ওসমানপুর প্রাগপুর ফাজিল মাদরাসা এবং জীবননগর আলিম মাদরাসা কেন্দ্রে জীবননগর আলিম মাদরাসা ও হাসাদহ ফাজিল মাদরাসার পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এদিকে সম্পূর্ণ নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ অনুযায়ী কেন্দ্র/ভেন্যুসমূহের ভেতরে ও বাইরে সুষ্ঠু আইনশৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে। জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, এ ব্যাপারে জানান, কোনো কেন্দ্রে নকলের প্রবণতা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কেন্দ্র বাতিলের ব্যবস্থা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু সাঈদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাককে আহ্বায়ক করে তিনটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।
হরিণাকুণ্ডু প্রতিনিধি জানিয়েছেন, হরিণাকুণ্ডুর তিনটি কেন্দ্রে ১ হাজার ২৭১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলার সরকারি লালন শাহ কলেজ কেন্দ্রে সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ, মান্দিয়া আইডিয়াল কলেজ এবং জোড়াদহ কলেজের ৬২০ জন পরীক্ষার্থী, অপরদিকে সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে সরকারি লালন শাহ কলেজ, হাজি আরসাদ আলী ডিগ্রি কলেজ এবং পাইলট স্কুল অ্যান্ড কলেজের ৪১৯ জন পরীক্ষার্থী এবং হাজি আরসাদ আলী ডিগ্রি কলেজের কারিগরি কেন্দ্রের প্রিয়নাথ স্কুল ভেন্যুতে ২৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। পূর্বেই কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিনচালনার জন্য কেন্দ্র কর্তৃপক্ষের গঠিত কমিটি, উপজেলা প্রশাসনের মনোনীত তদারকি কর্মকর্তা ছাড়াও ভিজিলেন্স টিমের সদস্যগণ দায়িত্ব পালন করবেন।