ইয়েমেনে উদ্বাস্তু শিবিরে সৌদি বিমান হামলায় নিহত ৪০
মাথাভাঙ্গা মনিটর: উত্তর ইয়েমেনে বাস্তুচ্যুতদের শিবিরে সৌদি আরবের নেতৃত্বাধীন বিমান হামলায় অন্ততপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। সোমবার হামলাটি চালানো হয়েছে বলে দেশটিতে মানবিক ত্রাণকাজে নিয়োজিত কর্মীরা জানিয়েছেন। হুতিদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সৌদি জঙ্গিবিমান হারাদা শিবিরে হামলা চালিয়েছে। হামলায় নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন বলে জানিয়েছে সাবা। সৌদি নেতৃত্বাধীন বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ অ্যাসেরি বলেছেন, এমন হতে পারে, হয়তো গুলিবর্ষণের জবাব দিয়েছে যুদ্ধবিমানগুলো। তবে ওটি কোনো শরণার্থী শিবির ছিলো কি-না সে ব্যাপারে নিশ্চিত নই আমরা।