আলমডাঙ্গা ব্যুরো: বৃহত্তর কুষ্টিয়ার কিংবদন্তিতুল্য মুক্তিযোদ্ধা, আলমডাঙ্গা থানা মুজিববাহিনীর কমান্ডার কাজী কামাল এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বেশ কিছুদিন হৃদরোগে আক্রান্ত কাজী কামালকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে ওই হাসপাতালেই তাকে আইসিইউ-তে রাখা হয়েছে।
পারিবারিকসূত্র জানায়, গত প্রায় ৭ মাস পূর্বে তার শরীরে প্রেসমেকার বসানো হয়। তারও পূর্বে তাকে ওপেনহার্ট সার্জারি করা হয়েছিলো। বর্তমানে তার শারীরিক অবস্থার আবারও অবনতি হলে ঢাকাস্থ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।