জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোষবিলার ডা. সিরাজ উদ্দিন উম্মুলকুরা ইন্টারন্যাশনাল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল সম্পন্ন করা হয়েছে। আল কোরআন এডুকেশন সোসাইটির সহযোগিতায় গতপরশু একাডেমি চত্বরে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক আলমডাঙ্গা হারদী এমএস জোহা বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামিক স্ট্রার্ডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুর রহমান।
বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার নানা ইভেন্টে অংশ নিয়ে একাডেমির কোমলমতি শিক্ষার্থীরা অভিভাবক ও দর্শকদের মন কাড়তে সক্ষম হয়। গতকাল শেষদিনে বেলা ২টায় পুরস্কার বিতরণ ও প্রীতি বনভোজন অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ জহুরুল ইসলাম শাহীন। প্রধান অতিথি ছিলেন জামজামি বাজারের ব্যবসায়ী গোলাম রহমান শওকত বিস্কুট। বিশেষ অতিথি ছিলেন মাওলানা রফিকুল ইসলাম, ফিরোজ রহমান মিলন, শাহীন রেজা ও ডা. আলাউদ্দিন। বক্তব্য রাখেন সাংবাদিক খন্দকার রাতুল সোহান, মো. স্বপন আলী, রফিকুল ইসলাম প্রমুখ। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে প্রীতি বনভোজন অনুষ্ঠিত হয়।