মাথাভাঙ্গা মনিটর: বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে ২০০২ সালের মুম্বাইয়ে হিট অ্যান্ড রান মামলা নতুন মোড় নিয়েছে। গতকাল সোমবার তার গাড়িচালক অশোক সিং আদালতে উপস্থিত হয়ে জানান, দুর্ঘটনার সময় সালমান নয়, তিনিই চালকের আসনে ছিলেন। প্রথমবারের মতো মুম্বাই আদালতে হাজির হলেন অশোক সিং। সেখানে তিনি জানান, চাকা ফেটে যাওয়ার কারণে তিনি নিয়ন্ত্রণ হারান। এতে গাড়ি ফুটপাতে ঘুমন্ত মানুষদের ওপর উঠে যায়। ওই দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছিলেন। এতোদিন অশোক কেন আদালতের সামনে আসেনি এমন প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তিনি জানান, প্রথম দিন পুলিশ আমার কথা শোনেনি। এরপর আমি বুঝতে পারছিলাম না আমি কী করবো। অশোকের এ বক্তব্যের ফলে শুক্রবার আদালতে দেয়া সালমানের বক্তব্যকেই সমর্থন করলো। নিজের বক্তব্য রেকর্ড করেন তিনি। সেখানে সালমান দাবি করেন, দুর্ঘটনার দিন তিনি মাতাল অবস্থায় ছিলেন না। এমনকি সেদিন গাড়ি চালাচ্ছিলেন তার চালক অশোক সিংহ। তিনি পাশের সিটে বসা ছিলেন। সালমান বলেন, আমি প্রায় পনেরো মিনিট ওখানে ছিলাম, ড্রাইভারকে বলেছিলাম পুলিশকে যেন সব জানায়।