বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের মোমিনপুর ও হাসানাবাদ গ্রামে কমিউনিটি কোর গ্রুপের অফিস উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সেভ দ্যা চিলড্রেনের শিশুদের জন্য কর্মসূচির আওতায় গতকাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মুঞ্জুর কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সেভ দ্য চিলড্রেনের সিনিয়র অফিসার ফারুক হোসেন, ডেপুটি ম্যানেজার মনিরুল ইসলাম, ওই বিদ্যালয় প্রধান শিক্ষক হাসিনা বানু ও সাংবাদিক আবু সুফিয়ান। অপরদিকে হাসানাবাদ গ্রামে একই অনুষ্ঠানে এমদাদুল হক ইন্তুর সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সেভ দ্যা চিলড্রেন কর্মকর্তাবৃন্দ ও মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শামীম ফেরদৌস, আ.লীগ নেতা মোমিনুল ইসলাম মোমিন।