মহেশপুর জলুলী সীমান্তে বিএসএফবিজিবি প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত

মহেশপুর প্রতিনিধি: গতকাল সোমবার বিকেলে জলুলী মাঠিলা ক্যাম্পের সামনে প্রাথমিক বিদ্যালয়মাঠে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ান পর্যায়ে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। ভারতের পক্ষে নেতৃত্ব দেয় ব্যাটালিয়ান কমার্ন্ডিং অফিসার কেএস শুক্লা এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেয় বিজিবি ২৬ ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার লে: কর্ণেল জাহাঙ্গীর হোসেন। বিকেল ৪টায় সীমান্ত থেকে তাদেরকে গাড়ি বহরে বরণ করে আনা হয়। বিকেল সাড়ে ৪টায় খেলা শুরু হয়। উভয় পক্ষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বৃদ্ধি করার জন্য এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় বলে যশোর ব্যাটালিয়ান কমান্ডার জাহাঙ্গীর হোসেন জানান। তাকে সহযোগিতা করেন উপঅধিনায়ক মেজর লিয়াকত হোসেন। ভারতের কেএস শুক্লার সহাযোগিতা করেন ব্যাটালিয়ান কমান্ডার শ্রী প্রকাশ চন্ত্র শুক্লা, উপঅধিনায়ক ডিকে মহাতি। সাথে আরো ছিলেন এডিসি শ্রী ধর্ম প্রয় সিং, সুরেন্দ্র সিং। খেলার ফলাফল বিএসএফ-২ বিজিবি-০। এলাকার হাজার হাজার দর্শক এ খেলা উপভোগ করে।