নিউজিল্যান্ড দলকে গোট বললো হেরাল্ড

মাথাভাঙ্গা মনিটর: দুর্দান্ত খেলে ফাইনালে ওঠা। কিন্তু সেখানে একেবারে নাকানিচুবানি। সমর্থকদের মনে কিছুটা ক্ষোভ থাকতেই পারে। তাই বলে নিউজিল্যান্ড হেরাল্ডের মতো জনপ্রিয় একটি পত্রিকা ‘গোট’ বলবে সে দেশেরই ক্রিকেট দলকে? ‘গোট’ মানে তো ছাগল! তবে এতে অবশ্য কিউই ভক্তদের ক্ষুব্ধ হওয়ার কিছু নেই। বিচলিত হওয়ার কোনো কারণ নেই নিউজিল্যান্ড দলেরও। কারণ ম্যাচ শেষে প্রকাশ হওয়া অ্যান্ড্রু অ্যালডারসনের সেই লেখাটিতে খেলোয়াড়দের স্তুতি বর্ষণই হয়েছে। বলতে পারেন তাই বলে ‘ছাগল’ বলার মাধ্যমে প্রশংসা? আসলে ‘সর্বকালের সেরা’ বা ইংরেজিতে ‘গ্রেটেস্ট অব অল টাইম’ শব্দগুলোর আদ্য বর্ণ দিয়ে তৈরি হয়েছে এ ‘গোট’ শব্দটি। অ্যালডারসন তার লেখায় ম্যাককালামের বর্তমান দলটিকে বলেছেন, এ দলটি আমাদের গোট, সর্বকালের সেরা। এমন খেতাব এ দল পেতেই পারে। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলে এসেছে এ দলটি। ফাইনালের আগ পর্যন্ত পরাজয়ের মুখ দেখতে হয়নি একটি বারের জন্যও। চ্যাম্পিয়ন হতে না পারলেও তাই অখুশি নন সমর্থকেরা।