খবর:(আলমডাঙ্গা জামজামির আক্কাচের একের পর এক বিয়ে)
সকাল বিকেল বিয়ে করেন
খায়েশ শুধু বিয়ের,
সংসারে খুব আগুন জ্বলে
নাতি পুতি ঝিয়ের।
বিয়ে করেন নইচে দেখে
টাটকা খাসা কচি,
পাড়ার মানুষ শরম পেয়ে
থুক্কু ফ্যালে ও ছি!
একটা বিয়ে দুটো বিয়ে
বিয়ে কয়েক হালি,
বিয়ের বাতিক বলে উনি
বিয়ে করেন খালি।
-আহাদ আলী মোল্লা