জীবননগরে দুর্নীতি প্রতিরোধ সপ্তা উপলক্ষে পদযাত্রা মানববন্ধন ও প্রতিযোগিতা

 

জীবননগর ব্যুরো: ২৬ মার্চ থেকে ১ এপ্রিল দুর্নীতি প্রতিরোধ সপ্তা উপলক্ষে গতকাল সোমবার জীবননগরে পদযাত্রা, মানববন্ধন, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে উপজেলা ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমলের নেতৃত্বে ৱ্যালিটি শহর প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সততা সঙ্ঘের সদস্যসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক ও সুধীবৃন্দ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচি শেষে পাইলট হাইস্কুল মিলনায়তনে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর পূর্বে আলোচনাসভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির ও সিনিয়র সাংবাদিক কামাল সিদ্দিকী বাবু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুন্সি মাহবুবুর রহমান বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক সালাউদ্দিন কাজল, জাহিদুল ইসলাম, মুন্সি রায়হান উদ্দিন, কাজী সামসুর রহমান চঞ্চল, এসএম আবুল কালাম আজাদ, মামুন-উর- রহমান, আকিমুল ইসলাম, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মুন্সি আব্দুস সামাদ, বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা আমেনা বেগম ও আলমগীর হোসেন। সততা সঙ্ঘের সদস্যদের মধ্যে সাফিয়া হক স্বর্ণা, ফাতিমাতুজ্জহরা বর্ষা ও ইয়াসির আরাফাত বক্তব্য রাখেন।